Thursday, January 10, 2019

কবিতা - ৩

স্বেচ্ছা-মৃত্যু
সৌরভকুমার ভূঞ্যা

পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনা শুকিয়ে গেছে
মরা গাছ বুকে নিয়ে আস্ত ন্যাড়া পাহাড় বুড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে
জলের পথ ধরে চুঁইয়ে নামছে লাল-স্রোত
শুষ্ক বাতাসকে জড়িয়ে রেখেছে যন্ত্রণার লুকোচুরি খেলা,
নীল আকাশের নীচে সেই আস্ত পাহাড়
ক্রমশ ছোটো হতে হতে নেমে আসে সমতলে,
বিরাট শূন্যস্থান জুড়ে জেগে থাকে এক ভয়ংকর মুখ
রূপকথা নয়, তবু যেন ফিরে আসে দানব-রাক্ষস...

এরকম একটি আজগুবি স্বপ্ন দেখতে দেখতে
ঘুম ভেঙে যায়। অবাক হয়ে দেখি
মাথার ঠিক পাশে এসে দাঁড়িয়েছেন
শুভ্র কেশওয়ালা এক অতি প্রাচীন বৃদ্ধ,
তিনি তার শরীর ঘুরিয়ে ঘুরিয়ে আমায় দেখান।
দেখি, অজস্র ক্ষতচিহ্ন, রক্তের শুকনো দাগ
মাথার মধ্যে জেগে ওঠে যুদ্ধ আর মহাভারত...

বৃদ্ধটি আমার দিকে তাকিয়ে জল চাইলেন
আমি হতাশ দৃষ্টি মেলে দেখালাম শূন্য হাত,
তিনি আমার দু-চোখ স্পর্শ করলেন মমতায়
উষ্ণ স্রোত থেকে তুলে নিলেন কয়েক ফোঁটা অশ্রু,
তারপর, ফিরে যেতে যেতে আমায় শেখালেন
স্বেচ্ছামৃত্যুর গোপন কৌশল।

No comments:

Post a Comment