Monday, April 13, 2020

কবিতা

বিষাদ-কথা
সৌরভকুমার ভূঞ্যা

এলোমলো সময়ের আঙিনায় বসে
শব্দ নিয়ে মেতে উঠি লুকোচুরি খেলায়,
বিবর্ণ কৈশোর সৃষ্টির পথ ধরে হাঁটতে হাঁটতে—
অদ্ভুত বিস্ময় নিয়ে মুখোমুখি হয়
লুকোচুরির আলো-অন্ধকারে চেনা অবয়বগুলো
আজ প্রাণহীন শব্দের আয়ু মেখে
বয়ে নিয়ে যায় জীবনের প্রজন্ম-পথ

পথচলার প্রতিটি প্রহরে বদলে যায়
উঠোনের আলপনা,
সময় তাকিয়ে থাকে সময়ের দিকে,
বিস্ময় আর অবিশ্বাসের অনুভব মাখতে মাখতে—
সৃষ্টি করে আলো-আঁধারির অদ্ভুত অধ্যায়,
প্রাপ্তি আর হারানোর জীবন হিসেবে
সময়ের ক্ষুদ্র আঙিনায় জেগে ওঠে লুকোচুরি খেলা

এভাবে লুকোতে গিয়ে নিজেকেই না চেনার ভান
তাই শব্দের সিঁড়ির ধাপ সযত্নে মাড়িয়ে গিয়ে
সময়ের আড়ালে লুকিয়ে রাখি—
বিষাদের রং মাখা অনেক গোপন কথা
পরাজয় আর যন্ত্রণার অনেক গোপন কথা।

No comments:

Post a Comment