Thursday, January 10, 2019

কবিতা - ২


সেতু পারাপার
সৌরভকুমার ভূঞ্যা

একটু একটু করে হারিয়ে যাচ্ছ তুমি।
জোর করে যতই শব্দ লিখি না কেন—
একটি নিষ্ঠুর নীরবতা ফুটে ওঠে কথামালায়।
স্মৃতির পাতায় আজ রামধনু সুখ
জীবন থেকে হারিয়ে যায় সমস্ত বৃষ্টিকথা।
সাদা-কালো রংয়ের মাঝে বিবর্ণ বিষাদ—
কেমন যেন আজ বেমানান লাগে।

সেতুর মাঝখানে দাঁড়িয়ে আছ তুমি,
অতীত আর আগামীর মাঝে তোমার পথচলা,
সাম্য বজায় রাখতে রাখতে এগিয়ে চলেছ সন্তর্পণে
স্মৃতি ও সুখের অবাস্তব মেলবন্ধনে।

একমাত্র জীবন কখনো বন্ধন রচনা করতে পারে না
সময়ের এক-একটি অধ্যায় পেরোতে পেরোতে—
একদিন জীবনের বিনিময় মাঝে জেগে থাকে সেতু।
এখন তুমি ভুলে গেছ বিনিময় সুখ,
কী করে স্বপ্ন দেখো সেতু পেরোবার?

No comments:

Post a Comment