Monday, April 13, 2020

ছড়া


অঙ্কের হিসেব
সৌরভকুমার ভূঞ্যা

অঙ্ক খাতায় গোল্লা পেয়ে
রেগেই হারু খুন,
বাগিয়ে খাতা, বলে,  স্যার
শূন্য কেন বলুন?
হরেনবাবু বলেন ওরে
অঙ্ক তো সব ভুল,
শূন্য দেব নাকি তবে
দেব গোলাপ ফুল?
হারু বলে, হোক না ভুল
সময় করেছি ব্যায়,
কাগজ-কলম-কালির খরচ
শূন্য কী করে হয়!
হিসেব যদি নাই করেন
এসব খরচ ধরে,
গোল্লা ছাড়া সংখ্যা কী আর
আসবে আমার ঘরে?
এমন কথা শুনে স্যারের
মাথায় পড়ে হাত,
হারুর হিসেব গুতোয় তিনি
হলেন কুপোকাৎ।

No comments:

Post a Comment